☘️ শ্রীচিদম্বর পঞ্চাক্ষরী বিদ্যা – ধ্যানবর্ণনা। ☘️


 

👉 প্রথম অক্ষর – "ন" 


শ্রীসদাশিবস্য পূর্ববক্ত্রোদ্ভবং – গৌতমর্ষং – গায়ত্রী ছন্দঃ – ইন্দ্র দেবতা – পীতবর্ণং – বিন্দুনাদবিভূষিতং – শ্রীচিদম্বরপঞ্চাক্ষরী বিদ্যা প্রথমাবয়বং – উদাত্তস্বরোপেতং – আদিমং “ন” কারং ধ্যাত্বা।



অর্থঃ— শ্রীসদাশিবের পূর্বমুখ থেকে উৎপন্ন, গৌতম ঋষি কর্তৃক প্রাপ্ত, গায়ত্রী ছন্দবিশিষ্ট, ইন্দ্র দেবতার অধিষ্ঠিত, পীতবর্ণযুক্ত, বিন্দু ও নাদের দ্বারা অলঙ্কৃত, শ্রীচিদম্বর পঞ্চাক্ষরী বিদ্যার প্রথম অঙ্গ, উদাত্ত স্বরে যুক্ত, প্রাথমিক ‘ন’ বর্ণকে ধ্যান করতে হবে।




👉 দ্বিতীয় অক্ষর – "ম"


শ্রীসদাশিবস্য দক্ষিণবক্ত্রোদ্ভবং – অগস্ত্যর্ষং – অনুষ্টুপ্‌ ছন্দঃ – সূর্য দেবতা – রক্তবর্ণং – বিন্দুনাদবিভূষিতং – শ্রীচিদম্বরপঞ্চাক্ষরী বিদ্যা দ্বিতীয়াবয়বং – স্বরিতস্বরোপেতং – “ম” কারং ধ্যাত্বা।


অর্থঃ— শ্রীসদাশিবের দক্ষিণমুখ থেকে উৎপন্ন, অগস্ত্য ঋষি কর্তৃক প্রাপ্ত, অনুষ্টুপ্‌ ছন্দবিশিষ্ট, সূর্য দেবতার অধিষ্ঠিত, রক্তবর্ণযুক্ত, বিন্দু ও নাদের দ্বারা অলঙ্কৃত, শ্রীচিদম্বর পঞ্চাক্ষরী বিদ্যার দ্বিতীয় অঙ্গ, স্বরিত স্বরে যুক্ত ‘ম’ বর্ণকে ধ্যান করতে হবে।


👉 তৃতীয় অক্ষর – "শি"


শ্রীসদাশিবস্য পশ্চিমবক্ত্রোদ্ভবং – ব্যাসর্ষং – ত্রিষ্টুপ্‌ ছন্দঃ – রুদ্র দেবতা – শ্বেতবর্ণং – বিন্দুনাদবিভূষিতং – শ্রীচিদম্বরপঞ্চাক্ষরী বিদ্যা তৃতীয়াবয়বং – অনুদাত্তস্বরোপেতং – “শি” কারং ধ্যাত্বা।


অর্থঃ— সদাশিবের পশ্চিমমুখ থেকে উৎপন্ন, ব্যাস ঋষি কর্তৃক প্রাপ্ত, ত্রিষ্টুপ্‌ ছন্দবিশিষ্ট, রুদ্র দেবতার অধিষ্ঠিত, শ্বেতবর্ণযুক্ত, বিন্দু ও নাদের দ্বারা অলঙ্কৃত, শ্রীচিদম্বর পঞ্চাক্ষরী বিদ্যার তৃতীয় অঙ্গ, অনুদাত্ত স্বরে যুক্ত ‘শি’ বর্ণকে ধ্যান করতে হবে।



👉 চতুর্থ অক্ষর – "বা"


শ্রীসদাশিবস্য উত্তরবক্ত্রোদ্ভবং – বসিষ্ঠর্ষং – জগতী ছন্দঃ – বিষ্ণু দেবতা – নীলবর্ণং – বিন্দুনাদবিভূষিতং – শ্রীচিদম্বরপঞ্চাক্ষরী বিদ্যা চতুর্থাবয়বং – স্বরিতস্বরোপেতং – “বা” কারং ধ্যাত্বা।



অর্থঃ— শ্রীসদাশিবের উত্তরমুখ থেকে উৎপন্ন, বসিষ্ঠ ঋষি কর্তৃক প্রাপ্ত, জগতী ছন্দবিশিষ্ট, বিষ্ণু দেবতার অধিষ্ঠিত, নীলবর্ণযুক্ত, বিন্দু ও নাদের দ্বারা অলঙ্কৃত, শ্রীচিদম্বর পঞ্চাক্ষরী বিদ্যার চতুর্থ অঙ্গ, স্বরিত স্বরে যুক্ত ‘ভা’ বর্ণকে ধ্যান করতে হবে।




👉 পঞ্চম অক্ষর – "য়"


শ্রীসদাশিবস্য ঊর্ধ্ববক্ত্রোদ্ভবং – সনকর্ষং – পংক্তি ছন্দঃ – ব্রহ্মা দেবতা – সুবর্ণবর্ণং – বিন্দুনাদবিভূষিতং – শ্রীচিদম্বরপঞ্চাক্ষরী বিদ্যা পঞ্চমাবয়বং – উদাত্তস্বরোপেতং – “য়” কারং ধ্যাত্বা।



অর্থঃ— শ্রীসদাশিবের ঊর্ধ্বমুখ থেকে উৎপন্ন, সনক ঋষি কর্তৃক প্রাপ্ত, পংক্তি ছন্দবিশিষ্ট, ব্রহ্মা দেবতার অধিষ্ঠিত, সুবর্ণবর্ণযুক্ত, বিন্দু ও নাদের দ্বারা অলঙ্কৃত, শ্রীচিদম্বর পঞ্চাক্ষরী বিদ্যার পঞ্চম অঙ্গ, উদাত্ত স্বরে যুক্ত ‘য’ বর্ণকে ধ্যান করতে হবে।



🌸 উপসংহারঃ- 

এইভাবে ধ্যান করলে পঞ্চাক্ষরী মন্ত্র “নমঃ শিবায়”-এর প্রতিটি বর্ণের আধ্যাত্মিক উৎস ও শক্তি ভক্তের মনে প্রতিষ্ঠিত হয়।


তথ্য সংগ্রহ ও লেখনীতে —

© শৌর্যনাথ শৈব। (ISSGT) 

বন্দে শিবঃ চিদম্বরম্।

বন্দে তামিল শৈব সিদ্ধান্তম্। 



Comments

Popular posts from this blog

।। লিঙ্গাষ্ঠোত্তরশতনামাবলী ।।

☘️ "অপমৃত্যুহরং মহামৃত্যুঞ্জয় স্তোত্রম্" ☘️

বীরশৈব পরম্পার সংস্থাপক, জগতগুরু পঞ্চাচার্যের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণঃ-