☘️ মঙ্গলাচরণ — ভট্ট ভাস্করাচার্য কৃত তৈত্তিরীয় ব্রাহ্মণ (যজুর্বেদ) ভাষ্যের অংশ ।
বন্দে বেদামরতরুং নানাশাখোপশোভিতম্ ।
স্বর্গাপবর্গফলদং বিভুধৈরুপসেবিতম্ ॥১
বন্দে নিশ্রেয়সোপায়ধর্মব্রহ্মাত্মবোধিনে ।
বেদায় সর্বগুরবে শিবায় চ নমো নমঃ ॥২
ঈশানঃ সর্ববিদ্যানাং ভূতানামশ্বরঃ পরঃ ।
পুনাতু সর্বদা যুষ্মান্ শব্দব্রহ্মতনুশ্চ শিবঃ ॥৩
অর্থঃ- আমি বন্দনা করি সেই বেদকে, যা অমর বটবৃক্ষের ন্যায়, নানারকম শাখা (অর্থাৎ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ) দ্বারা শোভিত, স্বর্গ ও মোক্ষ প্রদানকারী, যাকে জ্ঞানীরা উপাসনা করেন।
আমি বন্দনা করি সেই বেদকে, যা নিশ্রেয়স (চূড়ান্ত কল্যাণ) লাভের পথ, ধর্ম, ব্রহ্ম ও আত্মার জ্ঞানদাতা; এবং বন্দনা করি সেই শিবকে যিনি বেদরূপ, সর্বগুরু।
ঈশান (শিব) যিনি সমস্ত বিদ্যার অধিপতি, সমস্ত জীবের পরম ঈশ্বর, শব্দব্রহ্মরূপী শিব সদা আমাদের পবিত্র করুন।
তথ্য সংগ্রহ ও লেখনীতে —
© শৌর্যনাথ শৈব। ( ISSGT)
শিবঃ পরমেশ্বরায় নমঃ। 🚩

Comments
Post a Comment