॥ নন্দীপ্রেমময় প্রার্থনা ॥ 🌼

 



🌼 হে নন্দীশ্বর, শিবের নিবেদিত আদিত্যভক্ত,

তোমার মতো আমার প্রাণও হোক শিবভক্তির অচল স্থম্ভ।

যেমন তুমি স্থির থেকেছো শিব-পথে,

তেমনই আমার চিত্ত হোক অবিচল মহেশ্বর ভাবনায়। ১


আমার মন সদা শিব-পদে সমর্পিত থাকুক,

আমার চক্ষু সদা শিব-রূপ দর্শনের পিপাসায় ভাসুক।

আমার কান যেন শুনে কেবল মহাদেবের গুণগান,

আমার বাক্য সদা উচ্চারণ করুক শিবনামের কীর্তন। ২


নন্দী, তুমি যেভাবে গুরু, সেবক ও ভক্তের আদর্শ,

তোমার করুণাদৃষ্টিতে আমার অন্তঃকরণে জাগুক সেই দীপ্তি।

ভক্তি হোক তোমার মতো নিঃস্বার্থ ও নির্লোভ,

চরণে চরণে হোক শিব-পথে নিঃশব্দ যাত্রা। ৩


হে নন্দী, তুমি আমার হৃদয়ের কণ্ঠস্বর হও,

যে কণ্ঠ সদা উচ্চারণ করে – “শিবং শরণং গচ্ছামি”।

নন্দীশ্বর, আমাকে দাও শিবানন্দের স্বরূপ জীবন,

যেখানে কেবল 

মহাদেবই পরম গন্তব্য। ৪


সম্পূর্ণম্।। 


🚩 আমার এই প্রার্থনা স্তুতিটি ভগবান নন্দীকেশ্বরের চরণে নিবেদিত। 

শ্রী নন্দীকেশ্বরায় নমঃ 

শিব পরমেশ্বরায় নমঃ 

- লেখনীতে শৌর্যনাথ শৈব। ( ISSGT )

© ISSGT 

Comments

Popular posts from this blog

।। লিঙ্গাষ্ঠোত্তরশতনামাবলী ।।

☘️ "অপমৃত্যুহরং মহামৃত্যুঞ্জয় স্তোত্রম্" ☘️

বীরশৈব পরম্পার সংস্থাপক, জগতগুরু পঞ্চাচার্যের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণঃ-