।। শিব দক্ষিণামূর্তি স্তোত্রম্।।
শিবো গুরুঃ শিবো বেদঃ শিবঃ সর্বং শিবঃ প্রভুঃ ।
শিবানুগ্রহতো নিত্যং জ্ঞানং চৈতন্যমেব চ ॥
ধ্যানম্ -
স্ফটিকাভং ত্রিনেত্রং ত্রিওয়ালং কৃপানিধিং দয়ান্বিতম্ ।
বামাঙ্কে উময়াসক্তং দক্ষিণে চ মৃগাঙ্কিতম্ ॥
স্তোত্রম্ -
দক্ষিণামূর্তয়ে তুভ্যং নমঃ সর্বেশ্বরায় চ ।
শিবায় জ্ঞানদায়িনে চৈতন্যগুরवे নমঃ ॥ ১
মূকানাং অপি বাচালঃ পঙ্গূনামঙ্ঘ্রিগোচরঃ ।
ইত্কৃপাতো মহেশোऽয়ং তং নমামি গুরুং শিবম্ ॥ ২
বাগর্থসিদ্ধিদং দেৱং মুক্তিদং পরমেশ্বরম্ ।
নমামি দক্ষিণামূর্তিং সিদ্ধসিদ্ধান্তবোধকম্ ॥ ৩
👉 তামিল শৈব সিদ্ধান্ত পরম্পরায় দক্ষিণামূর্তি শিবকে আদিগুরু ও পরমশক্তির আধার রূপে শ্রদ্ধা করা হয়। এই দর্শনের মূল শাস্ত্রসমূহ—সিদ্ধান্তাগম, তামিল শৈব শাস্ত্র (যেমন তিরুমন্তিরম্), এবং বিভিন্ন আচার্যকৃত ভাষ্য ও প্রবন্ধে—দক্ষিণামূর্তির উল্লেখ রয়েছে গুরু, জ্ঞাতা ও চৈতন্যের প্রতীক রূপে।
তিরুমন্তিরম্ (তামিল শৈব সিদ্ধান্তের মূল গ্রন্থ, রচয়িতা: তিরুমূলার) -
🕉 তিরুমন্তিরম্ 725:
> தோற்றமும் இல்லாத சோதிச் சுடர் ஒளியாய்ச்
தோன்றுவ னாகி நின்றான் தெளிவிப்பான்
ஊற்றமும் இல்லா உபதேச நாயகனே
ஊன்று குருவாய் நின்ற உணர்வாய்நீ
বাংলা অনুবাদঃ-
আলো রূপে যিনি বিকাশিত হন, কিন্তু যাঁর কোনো জন্ম বা আকৃতি নেই,
তিনি স্বয়ং প্রকাশ হন, শিক্ষা দান করেন।
তিনি এমন এক উপদেশদাতা যিনি কোনো উৎস ছাড়াই অবস্থান করেন—
তিনিই গুরুরূপে আমার চেতনার অন্তরে বিরাজমান।
🔸 ব্যাখ্যা: এখানে শিবকে দক্ষিণামূর্তি রূপে উপদেশদাতা গুরু বলা হয়েছে।
তিনিই আদি চৈতন্য।
শ্রী গুরুভ্যো নমঃ
ॐ শ্রীগুরু দক্ষিণামূর্তয়ে নমঃ।। 🚩
♦️ তথ্য সংগ্রহ ও লেখনীতে -
© শৌর্যনাথ শৈব। (ISSGT)

Comments
Post a Comment