।। শ্রীকালহস্তীশ্বরস্তোত্রম্‌ ।।

 জম্বুদ্বীপে ভারতাখ্যে'ত্র বর্ষে হর্ষেণাস্থাদ্যাময়্ভাগে ব্যমর্ষে।

প্রত্যক্ষ শ্রীকালহস্তীশসঞ্জ্ঞঃ শম্ভুর্যত্রাগো'পি কৈলাসসঞ্জ্ঞঃ॥" ১


- এই জাম্বুদ্বীপে অবস্থিত ভারত নামে পরিচিত দেশে,

আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে যে পুণ্যভূমিতে শিব প্রতিষ্ঠিত রয়েছেন—

সেই স্থানটি শ্রীকালহস্তীশ নামে খ্যাত,

এবং যেখানে স্বয়ং শম্ভু (শিব) বিরাজমান;

এই তীর্থভূমিকে কৈলাস-এর সঙ্গে তুলনা করা হয়েছে।


সুবর্ণমুখ্যাসরতঃ বিদূরে প্রাসাদ আস্তে সতি যাম্যতীরে।

নগো’পি তদ্দক্ষিণতো’স্ত্যদূরে যস্মিন্‌ নিবাসো’স্তি সদা স্মরারেঃ॥ ২


- সুবর্ণমুখী নদীর কূলে, কিছুটা দূরে একটি প্রাসাদ (অথবা মন্দির) অবস্থিত,

যা দক্ষিণ তীরে অবস্থিত।

তার দক্ষিণ দিকে একটি পর্বতও আছে,

যেখানে স্মরারী (কামদেবের শত্রু — অর্থাৎ শিব) সর্বদা অধিষ্ঠিত আছেন।


যথা গৌরীশ তে ধাম ক্ষ্মাধরে শিব রাজতে ।

রাজতে তদ্বদত্রাপি রাজতে দেবরাজ তে ॥ ৩


- হে গৌরীশ (গৌরীর স্বামী, অর্থাৎ শিব)!

যেমন তোমার ধাম (গৃহ বা অবস্থান) ক্ষ্মাধরে (পৃথিবীর গিরিশৃঙ্গে/পাহাড়ে) দীপ্তিমান (উজ্জ্বল ও পবিত্র),

তেমনই এই স্থানটিও (কালহস্তী) দীপ্তিমান;

হে দেবরাজ! তোমার গৌরব এই স্থানেও প্রকাশিত।


কৈলাসশৈলাদবতীর্য ভক্তিপ্রিয়ো হরোস্তাত্সগণঃ সশক্তিঃ ।

যঃ কালহস্তীন্দ্রহরিঃ স পায়াচ্ছ্রীকালহস্তীশ্বর আশ্চপায়াত্ ॥৪


- কৈলাস পর্বত থেকে অবতরণ করে,

ভক্তিপ্রিয় ভগবান হর (শিব) তাঁর গণ ও শক্তিসহ,

যিনি কালহস্তীর অধিপতি রূপে বিরাজমান,

তিনি শ্রীকালহস্তীশ্বর আমাদের রক্ষা করুন — সর্বদা রক্ষা করুন।


যৎক্ষেত্রদৃষ্ট্যাপি নরস্য তাতাঃ সদ্যো বিনশ্যন্ত্যখিলাঃ সপাপাঃ ।

দুর্দৈবদৈন্যাদ্যখিলং প্রকাম নিবার্য যঃ পূরয়তি স্বকামম্ ॥ ৫


- হে পিতৃপুরুষগণ (তাতঃ)!

যে তীর্থক্ষেত্র মাত্র দর্শনেই মানুষের সমস্ত পাপ তৎক্ষণাৎ বিনষ্ট করে,

যে ক্ষেত্র দুর্ভাগ্য, দারিদ্র্য প্রভৃতি সমস্ত দুঃখ দূর করে,

এবং মানুষের সকল ইচ্ছা পূর্ণ

 করে — সেই (তীর্থ) আমাদের আশ্রয় হোক।



♦️ বিঃদ্রঃ - পঞ্চ মহাভূত লিঙ্গমের এর মধ্যে বায়ু লিঙ্গম্ হচ্ছে -  শ্রীকালহস্তীশ্বর লিঙ্গম ও মন্দির। 

শ্রীকালহস্তীশ্বর মন্দিরটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি জেলার শ্রীকালহস্তী শহরে অবস্থিত। এই মন্দিরটি শিবের 'বায়ু লিঙ্গম' রূপে পূজিত হয় এবং এটি 'পঞ্চভূত স্থলম' মন্দিরগুলির মধ্যে একটি, যেখানে শিব পাঁচটি মৌলিক উপাদানের প্রতীক হিসেবে পূজিত হন। 

মন্দিরটি স্বর্ণমুখী নদীর তীরে অবস্থিত, যা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি স্থান। এই মন্দিরটি 'দক্ষিণের কাশী' এবং 'দক্ষিণ কৈলাস' নামেও পরিচিত। 


♦️ লেখনী ও সংগ্রহে - শ্রী শৌর্যনাথ শৈব - ISSGT 🚩 

নমঃ শিবায়।। 


Comments

Popular posts from this blog

।। লিঙ্গাষ্ঠোত্তরশতনামাবলী ।।

☘️ "অপমৃত্যুহরং মহামৃত্যুঞ্জয় স্তোত্রম্" ☘️

বীরশৈব পরম্পার সংস্থাপক, জগতগুরু পঞ্চাচার্যের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণঃ-