।। শ্রীচিদম্বরাষ্টকম্।।

 চিত্তজাতকং চিত্স্বরূপিণং চন্দ্রমৃগধরং চর্মভীকরম্।

চতুরভাষণং চিন্ময়ং গুরুং ভজ চিদম্বরং ভাবনাস্থিতম্॥ ১ ॥


দক্ষমর্দনং দৈবশাসনং দ্বিজহিতে রতং দোষভঞ্জনম্।

দুঃখনাশনং দুরিতশাসনং ভজ চিদম্বরং ভাবনাস্থিতম্॥ ২ ॥


বদ্ধপঞ্চকম্ বহুলশোভিতং বুধবরৈর্নুতং ভস্মভূষিতম্।

ভাবয়ুক্তস্তুতং বন্ধুভিঃ স্তুতং ভজ চিদম্বরং ভাবনাস্থিতম্॥ ৩ ॥


দীনতত্পরং দিব্যবচনদং দীক্ষিতাপদং দিব্যতেজসম্।

দীর্ঘশোভিতং দেহতত্ত্বদং ভজ চিদম্বরং ভাবনাস্থিতম্॥ ৪ ॥


ক্ষিতিতলোদ্ভবং ক্ষেমসম্ভবং ক্ষীণমানবং ক্ষিপ্রসদ্যবম্।

ক্ষেমদাত্রবং ক্ষেত্রগৌরবং ভজ চিদম্বরং ভাবনাস্থিতম্॥ ৫ ॥


তক্ষভূষণং তত্ত্বসাক্ষিণং যক্ষসাগণং ভিক্ষুরূপিণম্।

ভস্মপোষণং ব্যক্তরূপিণং ভজ চিদম্বরং ভাবনাস্থিতম্॥ ৬ ॥


যস্তু জাপিকং চিদম্বরাষ্টকং পাঠতি নিত্যকং পাপহং সুখম্।

কঠিনতারকং ঘটকুলাধিকং ভজ চিদম্বরং ভাবনাস্থিতম্॥৭ ॥



ইতি শ্রীচিদম্বরাষ্টকম্।



আসুন এবার চিদম্বরাষ্টকম্ পাঠের উপকারিতার বিষয়ে জেনে নেই।


1. পাপ ও পূর্বজন্মের কর্ম দূর করে – এই পবিত্র স্তোত্র পাঠ করলে পূর্বজন্মের কৃত কর্মের বন্ধন মুক্ত হয় এবং আত্মা পবিত্র হয়।

2. অভ্যন্তরীণ শান্তি ও আধ্যাত্মিক জাগরণ আনে – এটি মনকে শান্ত করে, দুশ্চিন্তা দূর করে এবং আত্মিক উন্নতি ঘটায়।

3. ভগবান শিবের মহাজাগতিক নৃত্যের সাথে সংযোগ স্থাপন করে – চিদম্বরাষ্টকম্ স্তোত্র ভগবান শিবের আনন্দ তাণ্ডবকে স্মরণ করে, যা ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও বিনাশের প্রতীক।

4. মন ও আত্মাকে শুদ্ধ করে – স্তোত্রটির শক্তিশালী ধ্বনি নেতিবাচকতা দূর করে, ভক্তিতে উন্নতি ঘটায় এবং আত্মসচেতনতা বৃদ্ধি করে।


নিয়মিত " চিদম্বরাষ্টকম্"  পাঠ করলে ভগবানের আশীর্বাদ, আধ্যাত্মিক সমৃদ্ধি ও চরম মোক্ষ লাভ করা সম্ভব।


বন্দে শিবঃ চিদম্বরম্।। 

♦️ এই অষ্টকম্ টি দক্ষিণ ভারতীয় শৈব সিদ্ধান্ত পরম্পরা থেকে সংগৃহীত। সংগ্ৰহ ও অনুবাদে শৌর্যনাথ শৈব - ISSGT 🚩

Comments

Popular posts from this blog

।। লিঙ্গাষ্ঠোত্তরশতনামাবলী ।।

☘️ "অপমৃত্যুহরং মহামৃত্যুঞ্জয় স্তোত্রম্" ☘️

বীরশৈব পরম্পার সংস্থাপক, জগতগুরু পঞ্চাচার্যের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণঃ-