শৈব সনাতন ধর্ম, শিবভক্ত, শিবভক্তির মাহাত্ম্য সনাতন শাস্ত্র থেকে ।
♦️শৈব সনাতন ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম , উল্লেখিত আছে শিবধর্ম পুরাণে -----
🌼 परमं सर्वधर्माणां शिवधर्मं शिवो (धि) कम्।
शिवेन कथितं पूर्व पार्वत्याः षण्मुखस्य च ॥ 11 ॥
[ তথ্যসূত্রঃ - শিবধর্ম পুরাণ / অধ্যায় ১ / শ্লোক ১১]
অর্থঃ- সমস্থ ধর্মের মধ্যে শিবধর্ম ( শৈব সনাতন ধর্ম ) যা পরমেশ্বর শিবের ধর্ম, তা সর্বোচ্চ।
এটি প্রথম ভগবান শিব নিজে দেবী পার্বতী এবং সান্মুখ (কার্তিকেয়) কে বলেছিলেন।
♦️ কোটি জন্মের অর্জিত পূর্ণ্য ফলের জন্য কোন জীবের মধ্যে শিবভক্তি উদয় হয়,
ইহা উল্লেখিত আছে শিবগীতাতে --
-- 🌼 कोटिजन्मार्जितैः पुण्यैः शिवे भक्तिः प्रजायते ॥१६॥
[ তথ্যসূত্রঃ- শিবগীতা / অধ্যায় ১ / শ্লোক ১৬ ]
অর্থঃ- শিবের প্রতি ভক্তি অর্জন করা সম্ভব,
শুধুমাত্র তখনই যখন কেউ অতীতের কোটি কোটি জন্মের পুণ্য (সৎকর্ম) সঞ্চিত করে থাকে।
♦️ শিবভক্ত শৈবরাই পরম শ্রেষ্ঠ, ইহা উল্লেখিত আছে লিঙ্গ মহাপুরানে ------
🌼 अन्यभक्तसहस्त्रेभ्यो विष्णुभक्तो विशिष्यते । विष्णुभक्तसहस्त्रेभ्यो रुद्रभक्तो विशिष्यते ।
रुद्रभक्तात्परतरो नास्ति लोके न संशयः ॥ २०
[ তথ্যসূত্রঃ- লিঙ্গমহাপুরাণ / উওর ভাগ / অধ্যায় ৪ / শ্লোক ২০ ]
অর্থঃ- শ্রীবিষ্ণুর ১ জন ভক্ত অন্য দেবী দেবতার ১০০০ ভক্তের চেয়ে শ্রেষ্ঠ।
কিন্তু ভগবান শিবের ১জন ভক্ত শ্রীবিষ্ণুর ১০০০ ভক্তের চেয়েও অধিক শ্রেষ্ঠ।
এই সমগ্র বিশ্বে শিবভক্তের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই।
♦️ পবিত্র বেদ তথা পুরাণ শাস্ত্র ইত্যাদিকে যিনি বিভাজন করেছেন,
সেই বেদব্যাস তিনিও একজন মহান শিবভক্ত। ইহা উল্লেখিত আছে স্কন্দ মহাপুরানে ------
🌼 पाराशर्यस्तदारभ्य शंभुभक्तिपरोभवत् । लिंगं व्यासेश्वरं स्थाप्य घंटाकर्ण हृदाग्रतः ॥ ६८ ॥
विभूतिभूषणो नित्यं नित्यरुद्राक्षभूषणः । रुद्रसूक्तपरो नित्यं नित्यं लिंगार्चकोभवत् ॥ ६९ ॥
[ REFERENCE - SKAND PURAN KASHI KHAND UTTARA CHAPTER 45 (95) VERSE 68-69 ]
অর্থঃ- কার্তিকেয় বললেন - পরাশরের পুত্র বেদব্যাস, তিনি একজন অন্যতম শিবভক্ত।
তিনি কাশীতে ভ্যাশেশ্বর লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। বেদব্যাস তার শরীরে ভস্ম ব্যবহার করতেন এবং
রুদ্রাক্ষ মালা পরিধান করতেন, এবং তিনি চিরকাল শিবলিঙ্গ পূজো করেন।
© শৌর্যনাথ শৈব। - ISSGT
ॐ পরমেশ্বরায় সদাশিবায় নমঃ
ॐ শ্রী সাম্ব-সদাশিবায় নমঃ
ॐ আদেশ আদেশ
বন্দে তামিল শৈব সিদ্ধান্ত পরম্পরা।
বন্দে নাথ শৈব পরম্পরা।
#ISSGT #শৈবধর্ম #শৈবসনাতন #শৈবরীতিনীতি
শিবঃ ॐ তৎসৎ 🚩

Comments
Post a Comment